স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট থানাধীন বাল্লা বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার নালপাড় নামক স্থান থেকে ১০৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। গতকাল বর্ডার গার্ড বাংলাদেশ হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) শ্রীমঙ্গল সেক্টরের নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়নের সুবেদার মোঃ আতাউর রহমানের নেতৃত্বে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য ৩০ হাজার ৯শ টাকা হবে বলে জানিয়েছে বিজিবি।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com