নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে বির্তকিত বক্তা মিজানুর রহমান আজহারীর সভা বন্ধের নির্দেশ দিয়েছে প্রশাসন। আগামী ১ জানুয়ারি নবীগঞ্জের নাদামপুর এলাকায় ইসলামি সমাজ কল্যাণের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে মিজানুর রহমান আজহারী আসার কথা ছিল। কয়েকদিন ধরে চলে এর প্রচার প্রচারণা। এদিকে বির্তকিত বক্তা মিজানুর আজহারীর আগমণকে কেন্দ্র করে তৌহিদী জনতা নবীগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করে। এ প্রেক্ষিতে আইনশৃঙ্খলা বাহীনির মাসিক সভায় জনগণের নিরাপত্তা ও বিশৃঙ্খলা এড়াতে মাওলানা মিজানুর রহমান আজহারীর সভা বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত হয়। এর সত্যতা নিশ্চিত করে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিৎ কুমার পাল বলেন, পরিস্থিতি অবণতি হওয়ার আশংকা ও দুইপক্ষের নিরাপত্তার স্বার্থে সভাটি বন্ধ করে দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com