স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার নছরতপুরে সিএনজি শ্রমিক ও পুলিশের সংঘর্ষের ঘটনায় অবশেষে হুকুমদাতা হিসেবে শায়েস্তাগঞ্জ পৌরসভার মেয়র ছালেক মিয়াকে আসামী করে ১৪৫ জনের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গত রবিবার দুপুরে ডিবি ওসি মানিকুল ইসলাম হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমল আদালত-৮ এ অভিযোগপত্র দাখিল করেন। এতে শায়েস্তাগঞ্জের পৌর মেয়র ছালেক মিয়াকে অভিযুক্ত করে ১০৬নং আসামী করা হয়। এ ব্যাপারে জেলা গোয়েন্দা শাখার ওসি মোঃ মানিকুল ইসলাম জানান, সুষ্ঠ তদন্ত করে সতর্কতার সাথে পর্যবেক্ষণ করে চার্জশীট দাখিল করা হয়েছে। এতে ধৃত আসামী জয়ধর-এর আদালতে স্বীকারোক্তি মোতাবেক পৌর মেয়র ছালেক মিয়ার নাম উঠে আসায় আসামী করা হয়েছে।
প্রসঙ্গত, ২০১৮ সালের ২৭ এপ্রিল নিষেধাজ্ঞা অমান্য করে ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি চলাচল করলে তা বন্ধ রাখার নির্দেশ দেয় পুলিশ। এর প্রতিবাদে ২৭ এপ্রিল সিএনজি সংগঠনের শ্রমিকরা ব্যানার-ফেস্টুন নিয়ে মহাসড়কে আন্দোলনে নামে। এ ঘটনায় পুলিশ তাদেরকে সরিয়ে দিতে চাইলে দু’পক্ষের মাঝে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ওসিসহ ১৫ পুলিশ সদস্য ও সিএনজি শ্রমিক অর্ধশতাধিক আহত হন। এ ঘটনায় ওই দিনই শায়েস্তাগঞ্জ থানার এসআই আব্দুল ওয়াদুদ বাদী হয়ে পুলিশ এসল্ট মামলা দায়ের করেন।
আদালতে ১৪৫ আসামীর বিরুদ্ধে ডিবি পুলিশের চার্জশীট
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com