পবিত্র ওমরাহ শেষে হবিগঞ্জ পৌরসভার কাজে যোগ দিয়েছেন মেয়র মিজানুর রহমান মিজান। সোমবার দুপুরে তিনি পৌরভবনে এসে পৌঁছান। এসময় তাকে প্রথমে ফুল দিয়ে বরণ করেন হবিগঞ্জ পৌরপরিষদের সদস্যবৃন্দ। পরে মেয়রকে ফুল দিয়ে বরণ করেন পৌরসভার কর্মকর্তা-কর্মচারিবৃন্দ। মেয়র পৌরপরিষদের সদস্যবৃন্দ, কর্মকর্তা ও কর্মচারিদের সাথে কুশল বিনিময় করে পৌরসভার কর্মকান্ডের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন। তিনি বলেন, সকলের দোয়ায় আল্লাহর রহমতে আমি পবিত্র ওমরাহ পালন করে নিরাপদে কর্মস্থলে পৌছুতে পেরেছি। এজন্য মহান আল্লাহর শুকরিয়া আদায় করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন কাউন্সিলর দীলিপ দাস, মোঃ আলমগীর, শেখ মোঃ উম্মেদ আলী শামীম, পিয়ারা বেগমসহ হবিগঞ্জ পৌরসভার কর্মকর্তা-কর্মচারিবৃন্দ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com