এসএম সুরুজ আলী ॥ আজ মঙ্গলবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমীতে হবিগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে নির্মিত জনসচেতনতামূলক ‘‘স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব’’ এর উদ্বোধন হবে। প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করবেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কেএম খালিদ এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হবিগঞ্জ-৩ আসনের এমপি অ্যাডভোকেট মোঃ আবু জাহির, হবিগঞ্জ-২ আসনের এমপি অ্যাডভোকেট মোঃ আব্দুল মজিদ খান, হবিগঞ্জ-১ আসনের এমপি গাজী মোহাম্মদ শাহনেওয়াজ মিলাদ, সিলেট রেঞ্জের ডিআইজি মোঃ কামরুল আহসান বিপিএম (বার), হবিগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা বিপিএম, পিপিএম। চলচ্চিত্রগুলো হলো জঙ্গিবাদের পরিণামের উপর ভিত্তি করে নির্মিত দ্যা মিশন, যৌতুকের ভয়াবহতার উপর ভিত্তি করে নির্মিত বলি, ইভটিজিং এর উপর ভিত্তি করে নির্মিত উত্যক্ত, মাদকের কুফলের উপর ভিত্তি করে নির্মিত নেশা, বাল্য বিবাহের পরিণামের উপর ভিত্তি করে নির্মিত পরিণতি, তথ্যপ্রযুক্তির অপব্যবহার এর উপর ভিত্তি করে নির্মিত আসক্তি, দাঙ্গার প্রভাবের উপর ভিত্তি করে নির্মিত চলচ্চিত্র পরিণাম। অনুষ্ঠানে উপস্থিত থেকে সফল করার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com