নিতেশ চন্দ্র দেব, লাখাই থেকে ॥ সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বহুল আলোচিত হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার করাব ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের উপ-নির্বাচনে মেম্বার পদে আমেনা বেগম (মোরগ প্রতীক) নির্বাচিত হয়েছেন। তিনি ৩৯৪ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মিজানুর রহমান (ফুটবল প্রতীক) পেয়েছেন ৩০৮ ভোট। অন্য দুই প্রার্থী দিদার হোসেন (তালা প্রতীক) ২৪৯ ভোট ও হেলাল মিয়া (ভ্যানগাড়ী) ১৭২ ভোট পেয়েছেন। ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও করাব ইউপি উপ-নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার মোহাম্মদ মোশারফ হোসেন খান। সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ৯টি কেন্দ্রে ভোটগ্রহণ করা হয়। শান্তিপূর্ণ নির্বাচনের নিমিত্তে প্রত্যেকটি কেন্দ্রে এসআই ও এএসআইর নেতৃত্বে ১০ জন পুলিশ, ১০ জন আনসার, ৪ জন করে মহিলা আনসার, ১টি স্ট্রাইকিং ফোর্স নিরাপত্তায় নিয়োজিত ছিল। এছাড়া র্যাবের টহল ছিল লক্ষ্যনীয়। উক্ত ওয়ার্ডে মোট ভোটার ১৫৩৬ জন, কাস্টিং ভোট ১১৩৮টি, বাতিল ভোট ১৫টি। ৭৪.০৯% ভোট কাস্টিং হয়েছে।
উল্লেখ্য, গত ১০ অক্টোবর উক্ত ওয়ার্ডের মেম্বার মোঃ আলী আফসর মিয়া মারা গেলে স্থানীয় সরকার মন্ত্রণালয় ওই পদটি শূন্য করে তফসিল ঘোষণা করে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com