স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচঙ্গের আতুকুড়া গ্রামের ডোফাজুড়ার ব্রিজ থেকে পড়ে জিয়াউর রহমান নামে এক মসজিদের ইমাম আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতের পারিবারিক সূত্র জানায়, সুবিদপুর ইউনিয়ন পরিষদ মসজিদের ইমাম জিয়াউর রহমান গতকাল সন্ধ্যায় আতুকুড়া গ্রাম থেকে সুবিদপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়স্থ মসজিদের উদ্দেশ্যে বাই-সাইকেল নিয়ে রওয়ানা দেন। ডোফাজুড়ার ব্রিজে উঠলে সাইকেলসহ তিনি উল্টে ব্রিজের নিচে পড়ে যান। এতে তিনি গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আতুকুড়া গ্রামের বাসিন্দারা জানান, ওই ব্রিজটি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের চলাচলের জন্য ঝুকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। অনেকটা আতংকের মধ্যে দিয়ে এলাকাবাসীকে প্রতিনিয়তই চলাচল করতে হচ্ছে। এ অবস্থায় ব্রিজ সংস্কার না করায় এলাকাবাসির মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com