নবীগঞ্জ প্রতিনিধি ॥ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে কিডনি, ক্যান্সার, হৃদরোগসহ বিভিন্ন রোগে আক্রান্ত ৪৮জন রোগীর মধ্যে চিকিৎসা সহায়তার চেক বিতরণ করেছেন হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ। সোমবার দুপুরে নবীগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে চেক বিতরণ করা হয়।
নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিৎ কুমার পালের সভাপতিত্বে চেক বিতরণে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, পৌরসভার মেয়র ছাবির আহমেদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট গতি গোবিন্দ দাশ,মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, থানার অফিসার ইনচার্জ মো. আজিজুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইউপি চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুল, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ সরওয়ার শিকদারসহ সরকারি কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ। এ সময় উপজেলার ৪৮ জন দরিদ্র রোগীর মধ্যে ২২ লাখ ৮৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com