স্টাফ রিপোর্টার ॥ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) হবিগঞ্জ এর উদ্যোগে তেতৈয়া জামেয়া শারিয়্যাহ মহিলা মাদ্রাসা ও এতিমখানার ছাত্রীদের মধ্যে ৩শ’ শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল সকালে এসব শীতবস্ত্র বিতরণ করেন পুনাকের সভানেত্রী হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা’র পতœী, ঢাকার সরকারি কবি নজরুল কলেজের সহকারি অধ্যাপক মারুফা ইয়াসমিন। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা (বিপিএম-পিপিএম), অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমার পতœী এমি চাকমা, হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এসএম সুরুজ আলী প্রমূখ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com