স্টাফ রিপোর্টার ॥ কাফনের কাপড় পাঠিয়ে বানিয়াচঙ্গের সাংবাদিক ইমদাদুল হোসেন খানকে হত্যার হুমকি দেয়া হয়েছে। সোমবার হবিগঞ্জ থেকে বানিয়াচংমুখী একটি সিএনজি অটোরিকশায় একজন অপরিচিত লোক প্লাস্টিকের ব্যাগে স্কচটেপ দিয়ে মোড়ানো একটি প্যাকেট দিয়ে ড্রাইভারকে সাংবাদিক ইমদাদের মোবাইল নাম্বার দিয়ে দেয়। সিএনজি অটোরিকশাটি সন্ধ্যা ৭টায় বানিয়াচং শহীদ মিনার সংলগ্ন এলাকায় আসামাত্র সাংবাদিক ইমদাদকে ফোনে জানায় আপনার একটি জিনিস রয়েছে এসে নিয়ে যান। তাৎক্ষনিক ইমদাদ তার বড়বাজারস্থ হ্যাঙ্গার ফ্যাশন থেকে শহীদ মিনার যাওয়ার পর সিএনজি ড্রাইভার প্যাকেটটি তার হাতে দেয়। প্যাকেটটি নিয়ে তিনি শহীদ মিনার সংলগ্ন মোতাব্বির মিয়ার দোকানে এসে খুলে দেখতে পান প্যাকেটের ভিতরে কাফনের কাপড়সহ মৃত ব্যক্তিকে গোসল করানোর সকল উপকরণ রয়েছে এবং খামের ভিতরে একটি চিরকুট পাওয়া যায়। যাথে অকথ্য ভাষায় গালি দিয়ে সাংবাদিক ইমদাদুল হোসেন খানকে মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হুমকি দেয়া হয়। তাৎক্ষনিক তিনি স্থানীয় সাংবাদিকদের বিষয়টি অবহিত করেন। আজ বানিয়াচঙ্গে কর্মরত সাংবাদিকরা বিষয়টি নিয়ে বৈঠক করে, পরবর্তী করণীয় ব্যবস্থা কি করা যায় সিদ্ধান্তে যাবেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com