স্টাফ রিপোর্টার ॥ পাঠের অভ্যাস গড়ে তুলে জ্ঞান ভান্ডারে পরিপূর্ণ হয়ে একজন সত্যিকারের মানুষ হওয়ার জন্য কোমলমতি শিক্ষার্থীদের হাতে মুক্তিযুদ্ধ সহ নানা বিষয়ের ওপর লেখা বই তুলে দিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক ও বিয়াম ল্যাবরেটরী স্কুলের সভাপতি মোহাম্মদ কামরুল হাসান। সোমবার সকালে স্কুল অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে স্কুল লাইব্রেরীর পক্ষ থেকে মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস ও ছোটদের জন্য ঠাকুরমার ঝুলি সহ আরও কয়েক প্রকার বই শতাধিক শিক্ষার্থীর হাতে তুলে দেয়া হয়। এসময় অনুষ্ঠানের সঞ্চালক স্কুলের প্রিন্সিপাল সৈয়দা রওশন সুলতানার নেতৃত্বে শিক্ষক-শিক্ষার্থীরা উৎফুল্লচিত্তে জেলা প্রশাসক কামরুল হাসানের প্রতি ভালবাসার অভিপ্রায় ব্যক্ত করে। অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মোঃ রুহুল্লাহ ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি সাংবাদিক রফিকুল হাসান চৌধুরী তুহিন। এদিকে এই অনুষ্ঠানের পরপরই নতুন বছরের শিক্ষার্থী ও অভিভাবকদের স্বাগত জানিয়ে স্কুলের পক্ষ থেকে শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com