হবিগঞ্জে দুর্নীতি বিরোধী সমাবেশে সরকারি কর্মচারিদের উদ্দেশ্যে ডিসি ও দুদক উপ-পরিচালকের হুশিয়ারি

রফিকুল হাসান চৌধুরী তুহিন ॥ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে হবিগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০১৯ পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে হবিগঞ্জ শহরে দুদক ও দুপ্রকের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি শহরে বের করা হয়। এতে অংশ নেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান ও সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান-শিক্ষার্থী, দুদক সমন্বিত কার্যালয় হবিগঞ্জের উপ-পরিচালক মোঃ কামরুজ্জামান, জেলা দুপ্রকের সাধারণ সম্পাদক সাবেক উপাধ্যক্ষ আব্দুজ জাহেরসহ শত শত ব্যক্তিবর্গ। এসময় সকলের হাতে রং-বেরঙের ব্যানার-ফেস্টুন নিয়ে দুর্নীতি বিরোধী শ্লোগানে রাজপথ প্রকম্পিত হয়। একই সময় দুর্নীতি বিরোধী গণস্বাক্ষর সংগ্রহের কার্যক্রমও চলে। পরবর্তীতে জেলা প্রশাসক কার্যালয় সভাকক্ষে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের প্রেক্ষাপট নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দুপ্রক সহ-সভাপতি ডাঃ জমির আলীর সভাপতিত্বে এবং জেলা দুদক সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক মোঃ কামরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কামরুল হাসান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এস এম ফজলুল হক। বক্তব্য রাখেন দুপ্রক সেক্রেটারী সাবেক উপাধ্যক্ষ আব্দুজ জাহের, দুপ্রক সদস্য সাংবাদিক রফিকুল হাসান চৌধুরী তুহিন, দুপ্রক সদস্য লুৎফুন্নাহার স্মৃতি, জেলা শিক্ষা অফিসার মোঃ রুহুল্লাহ। সভা থেকে উপস্থিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দৃষ্টি আকর্ষণ ও সতর্ক করে জানিয়ে দেয়া হয়, কেউ যাতে অর্থের লোভে পড়ে দুর্নীতির সাথে জড়িয়ে না পড়েন। সেই সাথে আরও বলা হয়, যিনি দুর্নীতি করেন তিনি যেন নিজেকে প্রশ্ন করে উত্তর নেন যে, আমি কি সঠিক কাজটি করছি? আমার স্ত্রী-সন্তানরা কি তা মেনে নিবেন। কখনও স্ত্রী-সন্তানরা বলবে ঘুষের টাকা আমাদের প্রয়োজন নেই, বাসায় এনো না। আর ঘুষের টাকা দিয়ে কখনও যেমন সন্তান মানুষ করা যায় না, তেমনি সুখে থাকা যায় না, শান্তির ঘুম অশান্তিতে ভরে যায়। তাই সরকারী কর্মকর্তা সহ যে কোন পর্যায়ের ব্যক্তিই হোন না কেন দুর্নীতির সাথে জড়িত হয়ে নিজের বিপদ টেনে আনবেন না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেমন দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করে নিজ ঘর থেকে অভিযান শুরু করেছেন তেমনি সারা দেশের ন্যায় হবিগঞ্জেও দুদক দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স থাকবে। হবিগঞ্জ সহ সারাদেশে দুর্নীতিমুক্ত করে একটি সত্যিকারের সুখী সমৃদ্ধশীল ডিজিটাল সোনার বাংলাদেশ গড়ে তোলার জন্য সকলের সহযোগিতা চেয়েছেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান ও দুদক উপ-পরিচালক মোঃ কামরুজ্জামান।