স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের কোর্ট স্টেশন এলাকায় টমটম অটোরিকশা স্ট্যান্ডের টোল আদায় করাকে কেন্দ্র করে দু’দল শ্রমিকের সংঘর্ষে ৩০ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে হবিগঞ্জ আড়াইশ’ শয্যা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সোমবার সকাল ১১টা থেকে দুপুর পর্যন্ত দফায় দফায় এ সংঘর্ষ চলে। খবর পেয়ে হবিগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহত সূত্র জানায়, কোর্ট স্টেশন এলাকায় স্ট্যান্ডের টমটম অটোরিকশা চালকদের কাছ থেকে আদায় করা টোলের টাকা স্ট্যান্ড কমিটির সভাপতি আফজল মিয়া ও সাধারণ সম্পাদক আব্দুর রহমানের কাছে গচ্ছিত থাকতো। সম্প্রতি আদায়কৃত টোলের হিসাব নিয়ে উভয়ের মধ্যে মনোমালিন্য চলে আসছিল। ওইদিন এ টাকার ভাগ নিয়ে সভাপতি ও সাধারণ সম্পাদকের লোকজনের মধ্যে বাকবিতন্ডা হয়। একপর্যায়ে উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। কয়েক ঘন্টাব্যাপী চলাকালিন এ সংঘর্ষে ২৫ জন আহত হন। গুরুতর আহত অবস্থায় রুবেল মিয়া, রাজন মিয়া, মিজান মিয়া, মুজিবুর রহমান, আব্দুল মন্নাফ, ফরিদ মিয়া, বিল্লাল মিয়া, মতলিব মিয়া, ইসলাম উদ্দিন, রুমান মিয়া, ইমরান আহমেদ, দুলাল মিয়া, আব্দুর রহমান, কামাল মিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা সবাই টমটম অটোরিকশা চালক। হবিগঞ্জ সদর মডেল থানার ওসি মোঃ মাসুক আলী জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শুনেছি নিজেদের মধ্যে ঝামেলাকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে। এখনো কোন অভিযোগ করা হয়নি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।