মোঃ মামুন চৌধুরী ॥ শীতকালীন ৪৯ তম জাতীয় স্কুল, মাদ্রাসা, কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগীতা সফলের লক্ষে জেলার শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের উদ্যোগে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোহাম্মদ গাজীউর রহমান ইমরানের সভাপতিত্বে সভায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মজিবুর রহমান, একাডেমিক সুপার ভাইজার জগদীশ দাস তালুকদার, মডেল কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আব্দুল মুনয়িম আল হুসাইন, বালিকা উচ্চ দ্যিালয়ের প্রধান শিক্ষক আবিদুর রহমান, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান আল রিয়াদ বক্তব্য রাখেন।
এ সময় সাংবাদিক মোঃ মামুন চৌধুরী, শিক্ষক জাহাঙ্গীর আলম, শিক্ষক ইউনূছ আলী, উপজেলা অফিসের সিও ইমাংশু চন্দ্র ঘোষ, নাজির মোঃ উস্তার মিয়াসহ প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় সিদ্ধান্ত হয় উৎসবমুখর পরিবেশে এ প্রতিযোগিতা করার।
সভায় ভাইস চেয়ারম্যান মোহাম্মদ গাজীউর রহমান ইমরান বলেন, খেলাধুলা ও সংস্কৃতি চর্চা মানুষকে নিজের দেশকে আন্তর্জাতিকভাবে তুলে ধরার সুযোগ করে দেয়। এছাড়া ক্রীড়া ও সংস্কৃতি চর্চার মাধ্যমে মানুষ শৃঙ্খলা শিখে এবং আত্মবিশ্বাসী হয়। এটি মনে রেখে সরকার দেশে খেলাধুলা ও সংস্কৃতির আরো বিকাশে গুরুত্ব দিয়েছে।
তিনি বলেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার খেলাধুলায় বরাদ্দ প্রদান করছে। দেশজুড়ে আয়োজন হচ্ছে বিভিন্ন প্রতিযোগিতা। তাই লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীরা এসব প্রতিযোগিতায় অংশ নিয়ে নিজেদের যোগ্যতা প্রমাণ করতে পারছে। তাদের মেধার বিকাশ ঘটছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com