সুমন আহমেদ বিজয়, লাখাই থেকে ॥ লাখাই উপজেলার খাদ্যগুদামে নির্বাচিত কৃষকদের কাছ থেকে ২০১৯-২০২০ অর্থ বছরের আমন ধান ক্রয়ের উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকাল ৪টার দিকে উপজেলা প্রশাসন ও খাদ্য অধিদপ্তরের আয়োজনে কৃষকদের কাছ থেকে ধান ক্রয়ের উদ্বোধনী অনুষ্টানে লাখাই উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ শাহিনা আক্তারে সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ধান সংগ্রহের উদ্বোধন করেন লাখাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব অ্যাডভোকেট মুশফিউল আলম আজাদ। আমন ধান ক্রয়ের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন খাদ্য পরিদর্শক নজির মিয়া, পবিস ডাইরেক্টর আব্দুল মতিন মাস্টার, ব্যবসায়ী বদিউল আলম কাজল, ভারপ্রপ্ত কর্মকর্তা (খাদ্য গুদাম) সুশীতল সুত্রধর।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ শাহীনা আক্তারের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, উপজেলার মোট ২৬২০ জন কৃষকের মধ্যে লটারির মাধ্যমে নির্বাচিত ১৩৬০ জন কৃষকের কাছ থেকে সরকার নির্ধারিত ক্রয় মূল্যে প্রত্যেক কার্ডধারী কৃষকের কাছ থেকে ১ টন ধান ক্রয় করা হবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com