এসএম সুরুজ আলী ॥ হবিগঞ্জ শহরের বিভিন্ন স্থানে অবৈধভাবে বিদ্যুত সংযুক্ত নিয়ে টমটম ও অটোরিকশা চার্জের ব্যবসা করে আসছে কতিপয় ব্যবসায়ী। এতে সরকার যেমন বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছেন তেমনি বিদ্যুত বিভ্রাটে পড়ছেন সাধারণ গ্রাহকরা। ঘন ঘন বিদ্যুতের লুকোচুরি খেলার ফলে সাধারণ বিদ্যুত গ্রাহকরা অন্ধারাচ্ছন্ন হয়ে দুর্ভোগের শিকার হচ্ছেন। ঘন ঘন বিদ্যুত বিভ্রাটের কারণে শিক্ষার্থীদের লেখাপড়ায়ও সমস্যা হচ্ছে। দীর্ঘদিনের দাবি ছিল অবৈধ টমটম ও অটোরিকশা গ্যারেজগুলোতে অভিযানের। ভুক্তভোগীদের অভিযোগের প্রেক্ষিতে গতকাল রাতে হবিগঞ্জ শহরের জালালাবাদ এলাকায় জেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালতে নেতৃত্ব দেন হবিগঞ্জ জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুদ রানা ও সাঈদ মোহাম্মদ ইব্রাহীম। নোয়াগাও গ্রামের মোঃ শামীম আলমের গ্যারেজে ১শ’টি অটোরিকশা চার্জ করতে দেখতে পান ভ্রাম্যমান আদালত। এ সময় গ্যারেজের মালিক মোঃ শামীম আলমকে সেখানে পাওয়া যায়নি। ভ্রাম্যমান আদালত গ্যারেজ মালিকের বিরুদ্ধে বিদ্যুত চুরি ও বিলে বকেয়া থাকার অপরাধে ১৮ লাখ টাকার ক্ষতিপূরণ দাবি করে মামলা দায়ের করেন পিডিবির নির্বাহী প্রকৌশলী স্বাগত সরকার।
এ সময় শামীম আলমের অবৈধ বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুদ রানা গতকাল রাতে দৈনিক হবিগঞ্জের মুখকে জানান, আমরা ৫টি স্থানে অভিযান পরিচালনা করি। অভিযানকালে অবৈধ বিদ্যুত সংযোগ নিয়ে গ্যারেজ পরিচালনা করায় মো: শামীম আলমের অবৈধ বিদ্যুত সংযোগের লাইন কেটে বিচ্ছিন্ন করা হয় এবং গ্যারেজ মালিক শামীম আলমের বিরুদ্ধে বিদ্যুত আইন ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করেন পিডিবির নির্বাহী প্রকৌশলী। তিনি বলেন- জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com