স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের মাধবপুরে ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে বিজয়ী ৩ ইউপি সদস্য (মেম্বার) শপথ গ্রহণ করেছেন। বুধবার বিকেলে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনূভা নাশতারান তাদের শপথ বাক্য পাঠ করান। নির্বাচিত ইউপি মেম্বাররা হলেন আন্দিউড়া ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের মোঃ সাদেক মিয়া, একই ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আক্তার মিয়া ও ধর্মঘর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের শফিকুল ইসলাম। গত ১৪ অক্টোবর এই তিনটি ওয়ার্ডে অনুষ্ঠিত উপ-নির্বাচনে তারা জয়লাভ করেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com