স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলা ভূমি অফিসে দালালী করার অপরাধে দুই দালালকে আটক করে ৫ দিনের কারাদন্ড দেয়া হয়েছে। গতকাল বুধবার বিকেল সাড়ে ৫টায় ভ্রাম্যমান আদালতে এ দন্ডাদেশ দেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত ফাতেমা শশী।
ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে এসিল্যান্ড অফিসের বারান্দায় চুনারুঘাট সাব রেজিস্ট্রার অফিসের মোহরার কাছম আলী ও তার সহযোগী রুমেল মিয়া নামজারী করতে আসা লোকজনকে নামজারী করে দেয়ার কথা বলে টাকা নিচ্ছিলেন। এ সময় অফিসকক্ষে বসে এসিল্যান্ড নুসরাত ফাতেমা শশী সিসি ক্যামেরায় এ দৃশ্য দেখেন। সাথে সাথে তিনি বাইরে এসে তাদের আটক করেন। পরে নিজ কার্যালয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে তাদের স্বীকারোক্তি গ্রহণ করে মোহরার কাছম আলী ও তার সহযোগী রুমেল মিয়াকে ৫ দিন করে বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন। দন্ডিত কাছম আলী ও তার সহযোগী রুমেল মিয়াকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে ঘটনার সত্যতা নিশ্চিত করেন চুনারুঘাটের ভারপ্রাপ্ত ইউএনও ও এসিল্যান্ড নুসরাত ফাতেমা শশী।