নবীগঞ্জ প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মন্দবাগ রেলস্টেশনে ঢোকার সময় যাত্রীবাহী দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত নবীগঞ্জের একই পরিবারের ৪ জনকে বি-বাড়িয়া হাসপাতাল থেকে নবীগঞ্জ হাসপাতাল নিয়ে এসে ভর্তি করার খবর পেয়ে তাৎক্ষনিক আহতদের দেখতে হাসপাতালে ছুটে যান নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তৌহিদ বিন হাসান, পৌরসভার মেয়র আলহাজ¦ ছাবির আহমদ চৌধুরী, টিএইচও ডাঃ আব্দুস সামাদ ও প্যানেল মেয়র-১ আওয়ামী লীগ নেতা এটিএম সালাম। এ সময় সংরক্ষিত কাউন্সিলর রোকেয়া বেগম, ডাঃ ইমরান আহমদসহ আহতদের স্বজনরা উপস্থিত ছিলেন। নির্বাহী অফিসার আহতদের চিকিৎসার খোজঁখবর নেন এবং তাদের সুচিকিৎসা নিশ্চিত করতে ডাক্তারদের প্রতি আহ্বান জানান। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৮ হাজার টাকা এবং মেয়র পৌরসভার পক্ষ থেকে ৫ হাজার টাকা আর্থিক সাহায্য করেন। আহতরা হলেন নবীগঞ্জ পৌর এলাকার রাজাবাদের চুনু মিয়ার ছেলে আনোয়ার মিয়া (৩২), তার স্ত্রী আসমা বেগম (২৪), শিশু পুত্র রাহুল (১) এবং শ্যালিকা আফসা বেগম (১৫)। এদিকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প.প কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ বলেন ট্রেন দুর্ঘটনায় আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে সর্বত্মক চেষ্টা করা হবে। এদিকে নবীগঞ্জ থানা পুলিশের কয়েক সদস্য আহতদের দেখতে হাসপাতালে যান এবং তাদের চিকিৎসার খোঁজখবর নেন।