ইভটিজিং ও বাল্য বিবাহ প্রতিরোধসহ অপরাধ দমনে যে কেউ ৯৯৯ ফোন করে পুলিশের সহযোগিতা নিতে পারবেন ॥ অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম

এসএম সুরুজ আলী ॥ শায়েস্তাগঞ্জে সন্ত্রাস জঙ্গিবাদ, ইভটিজিং, বাল্য বিবাহ, প্রযুক্তির অপব্যবহার, মাদক ও দাঙ্গা প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে মাদরাসায়ে নূরে মদীনা ও শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের হলরুমে আলাদা সভা অনুষ্ঠিত হয়। উভয় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (হবিগঞ্জ সদর সার্কেল) মোঃ রবিউল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমানে মোবাইলের অপব্যবহার হচ্ছে। এর ফলে স্কুল, কলেজের শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। মোবাইলের অপব্যবহারের কারণে উঠতি বয়সের ছেলেমেয়েরা যোগাযোগের মাধ্যমে প্রেমে জড়িয়ে পড়ছে। তাদের এ প্রেম গভীর প্রেমে রূপ নেয়ার কারণে তারা নিজের সিদ্ধান্তেই কোন সময় পালিয়ে যাচ্ছেন। এতে তারা লেখাপড়ার দিকে ক্ষতি হচ্ছেন। আবার তাদের পালিয়ে যাওয়ার বিষয় নিয়ে পরিবারের লোকজন থানায় নিখোঁজের জন্য জিডি করছেন। অপহরণের মামলাও দায়ের করছেন। এতে পুলিশও হয়রানীর শিকার হচ্ছেন। তিনি আরো বলেন, বাসায় ছোট শিশুরা মোবাইলের মাধ্যমে গেমস্ খেলে চোখের ক্ষতি করছে। এসব শিশুদের অল্প বয়সেই চশমা ব্যবহার করতে হচ্ছে। তিনি বলেন, স্কুল, মাদ্রাসার শিক্ষার্থী শুধুই নয়, ১৮ বছরের নিচে কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। তিনি আরো বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অনেক সময় ধর্মীয় বিষয় নিয়ে গুজব ছড়ানো হয়। সেদিকে সতর্ক থাকতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের সঠিক ব্যবহার করতে হবে। কোথাও বাল্য বিবাহ, ইভটিজিং, চুরি, ডাকাতিসহ অপরাধ কর্মকান্ড প্রতিরোধে ৯৯৯ এ ফোন করে পুলিশের সহযোগিতা নিতে পারবেন। তিনি শিক্ষার্থীদের নিয়মিত স্কুলে আসা-যাওয়ার আহ্বান জানান। মাদরাসায়ে নূরে মদিনায় সহকারি পরিচালক মাওলানা আব্দুস সালামের সভাপতিত্বে এবং শায়েস্তাগঞ্জ থানার ওসি তদন্ত বিশ^জিৎ দেবের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক রফিকুল হাসান চৌধুরী তুহিন, এশিয়ান টেলিভিশনের হবিগঞ্জ জেলা প্রতিনিধি এসএম সুরুজ আলী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এসআই জসিম উদ্দিন, মাদ্রাসা শিক্ষক আব্দুল কাদির, ছাত্র মোঃ মামুনুর রহমান। শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশিদ তালুকদার ও পরিচালনা করেন ওসি তদন্ত বিশ^জিৎ দেব। বক্তৃতা করেন বিদ্যালয়ের ছাত্র সৈয়দ আহমেদ আদিল ও ছাত্র তামান্না জাহান নিতু। সভায় বক্তারা বলেন, বর্তমান পুলিশ সুপারের সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলামের নেতৃত্বে হবিগঞ্জ সদর সার্কেলের ৩টি থানায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এর ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য পুলিশকে সহযোগিতা করার জন্য আহ্বান জানান তারা।