ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনকালে মিলাদ গাজী এমপি
স্টাফ রিপোর্টার ॥ বি-বাড়িয়ার মন্দবাগ রেল স্টেশনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন রেলপথ সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, হবিগঞ্জ-১ নবীগঞ্জ-বাহুবল আসনের এমপি গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ গাজী। তিনি গতকাল হবিগঞ্জ থেকে ঢাকা যাবার পথে দুর্ঘটনার খবর পেয়েই ঢাকার যাত্রা বাতিল করে ঘটনাস্থলে ছুটে যান। পরে তিনি বি-বাড়িয়া হাসপাতালে আহতদের দেখতে যান। এ সময় স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি বলেন, ইতোমধ্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির ব্যবস্থা করা হবে। নিহত ও আহতদের আর্থিক সহায়তা দেবে সরকার। দুর্ঘটনা রোধে ও রেলের আধুনিকায়নে জননেত্রী শেখ হাসিনার সরকার অনেক প্রকল্প গ্রহণ করেছে। রেলপথকে আরো উন্নত ও নিরাপদ করতে সব ধরনের ব্যবস্থা নেয়া হবে। পরে তিনি ব্যক্তিগত তহবিল থেকে আহতদের আর্থিক সহযোগিতা করেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com