স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেছেন, আওয়ামী লীগ সাধারণ মানুষের দল। দেশের মানুষকে ভাল রাখাই আওয়ামী লীগের মূল রাজনীতি। বর্তমান সরকারের কারণেই দেশের মানুষের সকল সুবিধা নিশ্চিত হয়েছে, নিশ্চিত হয়েছে জনগণের অধিকার। শনিবার শায়েস্তাগঞ্জ পৌরসভার ১, ২ ও ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তৃতায় তিনি এসব কথা বলেছেন। এমপি আবু জাহির বলেন, সন্ত্রাস-জঙ্গিবাদের মদদদাতারা দেশকে অশান্ত করতে নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। জনগণের উন্নয়নের স্বার্থে আবারো আওয়ামী লীগের বিজয় নিশ্চিত করতে দলের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি বলেন, সকল নেতাকর্মীকেই আগে দলের কথা ভাবতে হবে। কারণ- দল যদি ভাল অবস্থানে না থাকে, তাহলে নেতাকর্মীদের সম্মান থাকে না। দেশরতœ শেখ হাসিনার নেতৃত্বে আমরা আওয়ামী লীগকে সুসংগঠিত করে জনগণের জন্য কাজ করে যাচ্ছি বলেই জনগণ আওয়ামী লীগ এবং এ দলের নেতাকর্মীকে বিশ্বাস করে।
পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাজী শফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুদুজ্জামান মাসুকের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের আহবায়ক ও উপজেলা চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা শেখ মুজিবুর রহমান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হুমায়ুন কবীর সৈকত, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ইউপি চেয়ারম্যান হোসাইন মোঃ আদিল জজ, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ সরদার, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি আতাউর রহমান মাসুক, শায়েস্তাগঞ্জ পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিতার আহমেদ, খায়রুল আলম, মাসুদুর রহমান বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান আল রিয়াদ, সাংগঠনিক সম্পাদক জামাল আহমেদ দুলাল, তাহির মিয়া, মোশাররফ হোসেন সাহেদ, মো. আব্দুল মুকিত, টিএম আফজাল, ইয়াসিন আহমেদ স্বপন, প্রসেজনজিত দেব, হাবিবুর রহমান বিলাল, জয়নাল সরদার, সাইফুল ইসলাম সোহাগসহ বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ।
শায়েস্তাগঞ্জে ৩টি ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে এমপি আবু জাহির
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com