স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের রেডক্রিসেন্ট এলাকা থেকে নবজাতকের লাশ উদ্ধার করেছে সদর থানা পুলিশ। মঙ্গলবার দুপুর ১২টায় সদর থানার এসআই আব্দুর রহিমের নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণ করে। পুলিশ জানায়, সকাল ১০টায় পথশিশুরা কাগজ কুড়াতে গিয়ে একটি অপরিপক্ক নবজাতকের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল তৈরি করে মর্গে প্রেরণ করে।
এ ব্যাপারে এসআই আব্দুর রহিম জানান, ময়নাতদন্ত শেষে লাশ আঞ্জুমানে মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com