স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচঙ্গের হরিপুর গ্রামে এক নারীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। অসুস্থ অবস্থায় খাগাউড়া ইউনিয়নের হরিপুর গ্রামের ময়না মিয়ার স্ত্রীকে (৩০) হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ধর্ষিতা জানান, তারই প্রতিবেশী আবিদ মিয়ার পুত্র সজলু মিয়া, বজলু মিয়া ও আব্দুস সাত্তারের পুত্র ফারুক মিয়া সোমবার গভীর রাতে তার ঘরে প্রবেশ করে অস্ত্রের মুখে জিম্মি করে তাকে ধর্ষণ করে পালিয়ে যায়। বিষয়টি জানাজানি হলে রফাদফার চেষ্টা চলে। কিন্তু সে আপোষ না করায় তাকে হুমকি দেয় ধর্ষক ও তার পরিবারের স্বজনরা। এ ব্যাপারে আড়াইশ’ শয্যা সদর হাসপাতালের আরএমও ডাঃ শামীমা আক্তার জানান, ওই নারী ধর্ষণের অভিযোগে হাসপাতালে ভর্তি হয়েছে। মেডিকেল রিপোর্টের পর সত্যতা জানা যাবে।
বানিয়াচং থানার ওসি তদন্ত প্রজিত দাস জানান, এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com