হবিগঞ্জ-১ আসনের এমপি গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগ। এই সংগঠনের রয়েছে গৌরবোজ্জল ঐতিহ্য। বাংলাদেশ আওয়ামী লীগের ভ্যানগার্ড হিসেবে শেখ ফজলুল হক মনির আদর্শ নিয়ে সারাদেশে কাজ করে যাচ্ছে যুবলীগ। হবিগঞ্জেও এর ব্যতিক্রম নয়। আতাউর রহমান সেলিমের নেতৃত্বে হবিগঞ্জের যুবলীগ অত্যন্ত পরিচ্ছন্ন ও সুসংগঠিত।
বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার সকাল ১১টায় হবিগঞ্জ শহরের শিরিষতলায় জেলা যুবলীগ আয়োজিত বর্ণাঢ্য র্যালিপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ও হবিগঞ্জ জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিমের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক ফেরদৌস আহমেদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরী, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন চৌধুরী, জেলা আওয়ামী লীগ ও জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট সুলতান মাহমুদ, জেলা যুবলীগের সহ সভাপতি সজল রায়, শওকত আকবর সোহেল, এসএম আব্দুর রউফ মাসুক, ইঞ্জিনিয়ার ওয়াহিদুজ্জামান বাবুল, পৌর কাউন্সিলর গৌতম রায়, হাজী সামছু মিয়া, মাহবুবুর রহমান মাসুদ, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান শামীম, মোতাহের হোসেন রিজু, বিপ্লব রায় চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শফিকুজ্জামান হিরাজ, তাজ উদ্দিন আহমেদ, যুবলীগ নেতা শফিউল্লাহ, নূরুল আমীন, সম্পাদক মন্ডলীর সদস্য এমএ হাকিম, জামাল মিয়া, শাহ আলম সিদ্দিক, রুহুল আমীন সিজিল, বিপুল রায়, মঈন উদ্দিন চৌধুরী সুমন, শাহরিয়া চৌধুরী সুমন, অ্যাডভোকেট মহিউদ্দিন সোহেল, ফরিদ হাসান, আলমীর দেওয়ান, ফারুক আহমেদ, হাজী শাহ আলম, কামাল আহমেদ, সবুজ আহমেদ, জাহির আহমেদ, দ্রুব জ্যোতি দাশ টিটু, সৈয়দ রুজেন, ইমতিয়াজ শাওন, নবীগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক ও উপজেলা চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, বানিয়াচং উপজেলা যুবলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো: রেখাছ মিয়া, হবিগঞ্জ পৌর যুবলীগের আহবায়ক ডা: ইসতিয়াক রাজ চৌধুরী, মাধবপুর উপজেলা যুবলীগের সভাপতি ইউপি চেয়ারম্যান ফারুক পাঠান, সদর উপজেলা যুবলীগের আহবায়ক ইউপি চেয়ারম্যান তাজ উদ্দিন আহমেদ, যুগ্ম আহবায়ক সাব্বির আহমেদ রনি, শায়েস্তাগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক ফজল উদ্দিন তালুকদার, যুগ্ম আহবায়ক জাকির হোসেন, লাখাই উপজেলা যুবলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান এনামুল হক মামুন, আজমিরীগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক বাবলু রায়, শায়েস্তাগঞ্জ পৌর যুবলীগের সভাপতি আব্দুল মুকিত, নবীগঞ্জ পৌর যুবলীগের আহবায়ক ফজল আহমেদ চৌধুরী, মাধবপুর পৌর যুবলীগ আহবায়ক একরামুল আলম লেবু, হবিগঞ্জ পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন খান, জুয়েল রহমান, অ্যাডভোকেট আলী আফজাল আপন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি
বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগ ॥ এমপি মিলাদ গাজী
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com