স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক ফজলুল জাহিদ পাভেলকে বিদায় সংবর্ধনা দিয়েছে জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট ও সন্তান কমান্ড। বৃহস্পতিবার বিকেল ৪টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ফজলুল জাহিদ পাভেল। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব তারেক মোঃ জাকারিয়া। জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ইউনিট কমান্ডার অ্যাডভোকেট মোহাম্মদ আলী পাঠানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন বীরমুক্তিযোদ্ধা পিপি অ্যাডভোকেট সিরাজুল হক চৌধুরী, সদর ইউনিটের সাবেক কমান্ডার আব্দুস শহীদ, জেলা সহকারী কমান্ডার আব্দুল খালেক, জেলা সন্তান কমান্ডের সাবেক সভাপতি সাংবাদিক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, জেলা পরিষদ সদস্য ফাতেমাতুজ জহুরা রিনা, রওশন আরা ভূইয়া লাকী, চাঁদের হাসি হাসপাতালের পরিচালক নুর উদ্দিন, জেলা সন্তান কমান্ডের সদস্য সচিব পংকজ কুমার দাশ পল্লব, মুক্তিযোদ্ধা সন্তান আহসানুজ্জামান ওসমান, পৌর সন্তান কমান্ডের আহ্বায়ক সাইফুল ইসলাম প্রমূখ। এছাড়াও সংবর্ধনা অনুষ্ঠানে বীরমুক্তিযোদ্ধা ও সন্তান কমান্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য অতিরিক্ত জেলা প্রশাসক ফজলুল জাহিদ পাভেল পদোন্নতি পেয়ে (উপ-সচিব) মর্যাদায় দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যান এর একান্ত সচিব হিসেবে নিযুক্ত হয়েছেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com