স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা যুবদলের সাধারণ সম্পাদক জালাল আহমেদকে গ্রেফতার করেছে রাজধানী ঢাকার পল্টন থানা পুলিশ। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামন থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশের অভিযোগ ঢাকায় বিস্ফোরণ ঘটানো ও পুলিশের উপর হামলার ঘটনায় জড়িত জালাল। গত ২৫ জুন ঢাকার নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ছাত্রদলের অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে পল্টন থানার এসআই সৈয়দ আলী হোসেন বাদী হয়ে পুলিশ এসল্ট ও বিস্ফোরক আইনে পৃথক ২টি মামলা দায়ের করেন। এই দুটি মামলায় জালাল আহমেদকে এরেস্ট দেখানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জালাল আহমেদের আইনজীবী অ্যাডভোকেট শামছুল ইসলাম।
তিনি জানান- হবিগঞ্জ জেলা যুবদলের সাধারণ সম্পাদক জালাল আহমেদ ব্যক্তিগত কাজে ঢাকা গিয়েছিলেন। তিনি পল্টন থানায় দায়েরকৃত কোন মামলার আসামী নন। কিন্তু পুলিশ অহেতুক জালাল আহমেদকে গ্রেফতার করেছে। আমরা পুলিশকে বিষয়টি অবহিত করলেও শুধুমাত্র বিএনপির রাজনীতির সাথে জড়িত থাকার অপরাধে তাকে গ্রেফতার দেখানো হয়েছে। যা অত্যন্ত নিন্দনীয়।
হবিগঞ্জ জেলা যুবদলের সাধারণ সম্পাদক জালাল আহমেদকে গ্রেফতার করেছে পল্টন থানা পুলিশ
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com