স্টাফ রিপোর্টার, মাধবপুর থেকে ॥ হবিগঞ্জের মাধবপুর উপজেলার কৃতি সন্তান শিক্ষাবিদ, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক সচিব আনোয়ারুল বার চৌধুরীর পিতা মিসবা উল বার চৌধুরী (এমবি চৌধুরী) এর দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার মাগরিবের নামাজের পর উপজেলার বহরা গ্রামে নিজ বাড়িতে ২য় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। মাধবপুর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ মোঃ শাহজাহানসহ শত শত লোক তার জানাজার নামাজে অংশগ্রহণ করেন। বৃহস্পতিবার ভোর রাতে ঢাকায় একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। যোহর নামাজবাদ গুলশান আজাদ মসজিদে তার ১ম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০১ বছর ৫মাস ৫ দিন। তিনি স্ত্রী, ৩ ছেলে, ২ কন্যা, নাতি নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন গুণগ্রাহী রেখে গেছেন।
বর্ণাঢ্য কর্মজীবনের অধিকারী এমবি চৌধুরী ১৯১৯ সালে হবিগঞ্জ সাব-ডিভিশনের মাধবপুর থানার বহরা গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। সিলেটের এমসি কলেজ থেকে গ্র্যাজুয়েশন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে এমএ ডিগ্রী লাভ করে ১৯৪১ সালে এমসি কলেজে অধ্যাপনা শুরু করেন। কর্মজীবনে বিএল কলেজ, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ, বরিশাল বিএম কলেজ, আদমজী ক্যান্ট কলেজের অধ্যক্ষ ছিলেন, ছিলেন যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও সর্বশেষে শিক্ষা বিভাগের সর্বোচ্চ পদ ডিপিআই হিসেবে দায়িত্ব পালন করে অবসর গ্রহণ করেন। এছাড়া তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রকল্প পরিচালক ছিলেন, তাঁর একান্ত প্রচেষ্টায় এটি দ্রুত প্রতিষ্ঠিত হয়, দেশের শিক্ষার উন্নয়নে তাঁর বিশাল ভূমিকা রয়েছে।