স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার শিমুলঘর গ্রামে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। মুমুর্ষু অবস্থায় ওই ছাত্রীকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে ওই গ্রামের ওয়াহিদ মিয়ার কন্যা ও শিমুলঘর প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী। ছাত্রীর চাচা শাহজাহান মিয়া জানান, গত মঙ্গলবার সন্ধ্যায় ১২ বছর বয়সী ওই মেয়েকে একই গ্রামের মাসুক মিয়ার ছেলে কালা মিয়া (১৮) কৌশলে পার্শ্ববর্তী পাটক্ষেতে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়। ধর্ষণের ফলে মেয়েটির অসুস্থ হয়ে পড়লে ওইদিন রাতেই মেয়েটিকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তার অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার দুপুরে ওই ছাত্রীকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। তবে ছাত্রীর শরীরে বখাটে কালা মিয়ার আক্রমণের আঘাতের চিহ্ন রয়েছে।
এ ব্যাপারে মাধবপুর থানার ওসি জানান, বিষয়টি আমাকে কেউ জানায়নি। তবুও খোঁজ নিয়ে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com