স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরতলীর গোপায়া গ্রামে পুকুরের পানিতে ডুবে ৪ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। নিহত শিশু সাদিক মিয়া ওই গ্রামের ফরিদ মিয়ার ছেলে। এলাকাবাসী জানান, বৃহস্পতিবার সকালে খেলাধুলার এক পর্যায়ে সাদিক বাড়ির পাশে একটি পুকুরে পড়ে যায়। পরিবারের লোকজন অনেক খোঁজাখুজি করেও তার সন্ধান পায়নি। এক পর্যায়ে পুকুরের পানিতে তার মৃতদেহ ভেসে ওঠতে দেখতে পান তারা। তাৎক্ষণিক তারা তাকে উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মুখলেছুর রহমান।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com