স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের মাধবপুরে শিশুর গাছ ছিড়ে ফেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন মা ও শিশুকে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে। শনিবার দুপুরে মাধবপুর পৌর শহরের গুমুটিয়া এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন গুমুটিয়া গ্রামের আব্দুল কাইয়ুমের স্ত্রী পারভিন (২৫) ও তার দুই বছরের শিশুকন্যা আলিয়াতুনেছা। আহত গৃহবধূ পারভিন বেগম জানান, ওই গ্রামের প্রতিবেশী আবু তাহেরের সঙ্গে তার জায়গা সংক্রান্ত বিরোধ চলছিল। শনিবার দুপুরে তাদের শিশুকন্যা আলিয়াতুন্নেছা একটি গাছ ছিড়ে ফেলায় প্রতিপক্ষের লোকজন ক্ষুব্ধ হয়ে তাদের উপর হামলা করে। এতে মা ও শিশু আহত হয়ে মাধবপুর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
মাধবপুরের নারী ও শিশু বিষয়ক কমকর্তা এসআই শিবানি দাস জানান, আহতরা মাধবপুর থানায় আসার পর তাদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযোগ সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com