হবিগঞ্জে বিভাগীয় কমিশনার মোস্তাফিজুর রহমান
স্টাফ রিপোর্টার ॥ দেশব্যাপী অনলাইন সেবা দেয়ার জন্য প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজিব ওয়াজেদ জয় এটুআই প্রজেক্ট চালু করেছেন। এর মাধ্যমে সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়া হচ্ছে। যা আগে শুধু আমরা শোনতামই। এখন বাস্তবে দেখতে পাচ্ছি। এসব কথা বলেছেন সিলেটের বিভাগীয় কমিশনার মো. মোস্তাফিজুর রহমান। বুধবার সকালে হবিগঞ্জ জেলা পরিষদ মিলনায়তনে হবিগঞ্জে ৩৩৩ কল সেন্টারের মাধ্যমে সেবা প্রদান অনলাইন ডিলিং লাইসেন্স সিস্টেম ও ছাদ কৃষি কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তৃতা করেন। বিভাগীয় কমিশনার কার্যালয়ের সহযোগিতায় হবিগঞ্জ জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক নুরুল ইসলামের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন পৌরসভার সাবেক চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী ও চেম্বার প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলাম।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com