আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ মুক্তিযুদ্ধের ইতিহাস ও বঙ্গন্ধু সম্পর্কে আজমিরীগঞ্জে সৌলরী এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর একঝাঁক শিক্ষার্থীদের যুদ্ধের স্মৃতিময় বীরত্বগাঁথা ইতিহাস শোনালেন আজমিরীগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ প্রতিষ্ঠাকালিন কমান্ডার ও স্কুলের স্বপ্নদ্রষ্টা সভাপতি, উপজেলার বয়োবৃদ্ধ মুরুব্বি সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব মোঃ ফজলুর রহমান চৌধুরী। সম্প্রতি তার নিজ বাড়ি সৌলরী চৌধুরী বাড়ি বাংলো প্রাঙ্গণে উৎসুক ছাত্রছাত্রীরা এই মহান বীর যোদ্ধার নিকট প্রশ্নের মাধ্যমে মুক্তিযুদ্ধের ইতিহাস বঙ্গবন্ধু’র আজমিরীগঞ্জ আগমন, জ¦ালাময়ী ভাষন ও কিভাবে তার নেতৃত্বে জীবন বাজি রেখে আজমিরীগঞ্জসহ ভাটি বাংলার কয়েকটি উপজেলা হানাদার মুক্ত করে সর্বপ্রথম আজমিরীগঞ্জে স্বাধীনতার পতাকা উত্তোলন করেছিলেন তা জানতে পেরে অনুপ্রাণিত হন। প্রকাশ বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান চৌধুরীর নেতৃত্বে নেত্রকোনা জেলার কলমাকান্দা, সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর, টেকেরঘাট, ময়মনসিংহের হালুয়াঘাট, কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম ও ইটনা থানা শত্রুমুক্ত করা হয়। তার সহযোদ্ধাদের মধ্যে ছিলেন সাবেক বর্ষিয়ান রাজনীতিবিদ ও প্রয়াত সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। তখনকার সময় মহামান্য রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ মুক্তিযুদ্ধের সংগঠনের দায়িত্ব পালন করেন। এ সুবাদে ফজলুর রহমান চৌধুরী’র রাষ্ট্রপতির সাথে যোগাযোগের মাধ্যমে ঘনিষ্ট সম্পর্ক ছিল। এর ধারাবাহিকতায় ২০১০ সালে আজমিরগঞ্জের কাকাইলছেও ফুটবল খেলার মাঠে মুক্তিযোদ্ধা-জনতার বিশাল সমাবেশে সভাপতিত্ব করেছিলেন বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান চৌধুরী। উক্ত সমাবেশে প্রধান অতিথি ছিলেন তৎকালীন জাতীয় সংসদের স্পীকার বর্তমান রাষ্ট্রপতি অ্যাডভোকেট মোঃ আব্দুল হামিদ। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোজাক্কির হোসাইন উপস্থিত ছিলেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com