স্বপন বণিক ॥ আজমিরীগঞ্জ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ২৪/৭ (সার্বক্ষণিক) স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১ টায় উপজেলা হলরুমে পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন এমসিএইচ সার্ভিসেস ইউনিটের উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। সহকারী কমিশনার ভূমি মোঃ মতিউর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এমপি অ্যাডভোকেট আব্দুল মজিদ খান। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিবার পরিকল্পনা উপ-পরিচালক ডাঃ নাসিমা খানম ইভা, উপজেলা চেয়ারম্যান মর্তুজা হাসান, জেলা মা-মনি সমন্বয়কারী অলি উল্ল্যা, জেলা পরিষদ সদস্য নাজমূল হাসান, ডাঃ ফারহান লিয়াকত অনিক। কর্মশালায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ২৪/৭ নিরাপদ প্রসব নিশ্চিতকরণ উপস্থাপন করেন ডাঃ এবিএম শামসুদ্দিন আহমেদে। এছাড়া সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের মেডিক্যাল অফিসার ডাঃ আবুল হাসনাত। কর্মশালায় বক্তারা মাতৃমৃত্যুর হার কমানোর লক্ষ্যে গর্ভবতী মায়েদেরকে বাড়িতে ডেলিভারী না করিয়ে নিরাপদ ডেলিভারী করানোর জন্য সংশ্লিষ্ট হাসপাতালে নেয়ার আহবান জানান। এছাড়া কর্মশালায় উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। কর্মশালায় উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সকল কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, সাংবাদিকবৃন্দ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com