চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের টেকেরঘাট গ্রামের অসহায় প্রাক্তন মেম্বার আব্দুল জব্বারের পুত্র ফারুক মিয়া চুনারুঘাট থানায় ৮ জনকে আসামী করে একটি লিখিত অভিযোগ দায়ের করার পর থেকে মামলার বাদী ফারুক মিয়া ও তার পরিবারের সদস্যদেরকে অভিযোগ তুলে নেয়ার জন্য প্রাণনাশের হুমকি দিচ্ছে আসামীরা।
অভিযোগে জানা যায়, পূর্ব বিরোধের জের ধরে গাজীপুর ইউনিয়নের টেকেরঘাট গ্রামের মৃত আকল মিয়ার পুত্র কবির মিয়া, কাজল মিয়া, উস্তার মিয়া, হেলাল মিয়া, কবির মিয়ার পুত্র লিটন মিয়া, কবির মিয়ার স্ত্রী মিনারা খাতুন, কাজল মিয়ার স্ত্রী পারভীন আক্তার, উস্তার মিয়ার পুত্র তফসির মিয়াগণ নিরীহ অসহায় ফারুক মিয়াকে প্রাণনাশের হুমকিসহ ভয়ভীতি প্রদর্শন করলে ফারুক মিয়া তার পরিবারের সদস্যদের জানমালের নিরাপত্তা চেয়ে গত শনিবার চুনারুঘাট থানায় ৮ জনকে আসামী করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। দীর্ঘদিন ধরে কবির মিয়ার সাথে ফারুক মিয়ার বিরোধ চলে আসছিল। অভিযোগ করার পর থেকেই আসামীরা এলাকার হাটবাজার, রাস্তাঘাটে বাদী ও তার পরিবারের লোকজনদের দেখলেই অভিযোগ তুলে নেওয়ার জন্য প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। অভিযোগের প্রেক্ষিতে বুধবার সকাল ১১টায় চুনারুঘাট থানার এস.আই শেখ আলী আজহার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। গত ৫ দিন ধরে নিরীহ ফারুক মিয়া বাড়িছাড়া হয়ে শ্বশুরবাড়িতে বসবাস করছেন। এ বিষয়ে ফারুক মিয়া সুবিচার পাওয়ার জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com