স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার সদরঘাট ফকিরপাড়া হাজী শাহ আব্দুর রউফ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করেছেন গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ গাজী এমপি। গতকাল বিকেলে তিনি নবনির্মিত এ ভবনটির উদ্বোধন করেন। এ উপলক্ষে স্কুল প্রাঙ্গণে এক সভার আয়োজন করা হয়। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি হাজী শাহ আব্দুল কাদিরের সভাপতিত্বে ও মুহিবুর রহমান রুকুতের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার কাজী সাইফুল ইসলাম, দেবপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মুহিত চৌধুরী।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com