মোহাম্মদ শাহ্ আলম ॥ ভালবেসে ঘর বাধাঁর স্বপ্ন পূরণ হল না আজমিরীগঞ্জের ৬ষ্ঠ শ্রেণীর এক ছাত্রীর। পিতার দায়ের করা অপহরণ মামলায় তার প্রেমিকের ঠাঁই হলো কারাগারে। ঘটনাটি ঘটেছে গত সোমবার বিকেলে।
সূত্র জানায়, আজমিরীগঞ্জ উপজেলার নগরকুমার হাটির বাসিন্দা, আজমিরীগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর এক ছাত্রীর সাথে ৪ মাস আগে মোবাইলে ফোনে পরিচয় হয় হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া গাইনবাড়ি গ্রামের জামাল উদ্দিনের পুত্র মাসুম বিল্লাহ ওরফে মাসুম (২০) এর। মোবাইল ফোনের দীর্ঘ আলাপচারিতায় তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। দুজন দুই ধর্মের হলেও তাদের প্রেমে কোন বাধার সৃষ্টি হয়নি। প্রেমের সম্পর্কের টানে মেয়েটি স্কুল ফাঁকি দিয়ে চলে আসে হবিগঞ্জে। দু’জনে ঘর বাধার স্বপ্ন নিয়ে পাড়ি জমায় অজানার উদ্দেশ্যে। মেয়েটি নিজের ধর্ম ত্যাগ করে রেজিস্ট্রি কাবিনের মাধ্যমে ইসলামী শরিআহ মোতাবেক বিয়ে করে নতুন সংসার শুরু করে। এদিকে, মেয়েটির পিতা রাখেশ পাল তার একমাত্র কন্যাকে হারিয়ে আজমিরীগঞ্জ থানার অপহরণ মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে আজমিরীগঞ্জ থানার এসআই মোঃ শাহ আলী প্রেমিক মাসুম বিল্লার মোবাইল ফোন ট্র্যাকিং করে তাদেরকে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানার মোগড়া বাজার এলাকায় ভাড়া বাসা থেকে আটক করেন। এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ শাহ আলী জানান, উদ্ধারকৃত ভিকটিমের ডাক্তারী পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। আরও সুষ্ঠ তদন্তের স্বার্থে অপহরণকারী মাসুম বিল্লাহকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com