স্টাফ রিপোর্টর ॥ মাধবপুরে ৩২৪ পিস ইয়াবাসহ ২ যুবককে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। গতকাল রাতে ডিবির এসআই আবুল কালাম আজাদের নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন- শিমুলঘর গ্রামের বাসিন্দা, বর্তমানে ভেঙ্গাডুবা গ্রামের গাজীউর রহমানের ছেলে আব্দুল কাদির ও মিছির মিয়ার ছেলে সেলিম মিয়া। পুলিশ সূত্র জানায়, গতকাল বিকেল ৪টায় গ্রেফতারকৃতরা ঢাকা-সিলেট মহাসড়কের নোয়াপাড়ার সাহেববাড়ি বাসস্ট্যান্ডস্থ যাত্রী ছাউনিতে ইয়াবা ট্যাবলেট বিক্রির জন্য ক্রেতার অপেক্ষা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে এ সংবাদ পেয়ে পুলিশ সেখানে অভিযান পরিচালনা করে। এ সময় তাদের কাছ থেকে দু’ধরনের রংয়ের ৩২৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশের একটি সূত্র জানায়, একই গ্রামের ফজলুল হকের সাথে মামলা মোকাদ্দমা নিয়ে গ্রেফতারকৃতদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ বিরোধের জের ধরে ফজলুল হককের ব্যাগে ইয়াবা ট্যাবলেট দিয়ে তাকে ফাঁসানোর পরিকল্পনা করে প্রতিপক্ষ। গতকাল বিকেল ৪টার দিকে ফজলুল হক নোয়াপাড়ার সাহেববাড়ি বাসস্ট্যান্ডস্থ যাত্রী ছাউনি এলাকায় অবস্থান করছিলেন। এ খবর পেয়ে সেখানে যায় কাদির ও সেলিম। এর পূর্বেই এ সংবাদটি ডিবির কাছে পৌঁছে যায়। কাদির ও সেলিম সেখানে পৌঁছার পর ডিবি পুলিশ গিয়ে তাদের গ্রেফতার করে। ডিবি’র এসআই আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com