মোহাম্মদ শাহ্ আলম ॥ হবিগঞ্জ শহরের নাতিরপুর থেকে স্বামী-স্ত্রীসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসআই সিদ্দিকুর রহমানের নেতৃত্বে একদল সিপাহী নাতিরপুর এলাকায় অভিযান চালিয়ে ওই এলাকার মৃত আহমদ আলীর পুত্র মাদক ব্যবসায়ী মিজান মিয়া (৩৫) ও তার স্ত্রী রেহেনা আক্তারকে (৩০) আটক করে। এ সময় তাদের দেহ তল্লাশী করে ৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। অপরদিকে উমেদনগর এলাকায় অভিযান চালিয়ে মৃত ঈমান খানের পুত্র জাফর খাঁনকে (৪০) আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২শ’ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এসআই সিদ্দিকুর রহমান জানান, দীর্ঘদিন ঘরে স্বামী-স্ত্রী ওই এলাকায় মাদক ব্যবসা করে আসছে। এলাকাবাসী বিষয়টি তাদেরকে জানালে তারা এ অভিযান শুরু করে। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com