মোহাম্মদ শাহ্ আলম ॥ ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ এলাকায় শামীম স্টোরে গ্যাস সিলিন্ডারের দোকানে আগুন লেগে পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
সূত্র জানায়, গতকাল সোমবার সকালে শামীম স্টোরে গ্যাস সিলিন্ডারের দোকানে আগুন লেগে গেলে পার্শ্ববর্তী দোকানের তাহির মিয়া আগুন দেখে চিৎকার শুরু করেন। এ সময় এলাকার লোকজন এগিয়ে আসে আগুন নিভাতে চেষ্টা করেন। আগুনে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি ও গ্যাস সিলিন্ডারসহ অন্যান্য সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে প্রায় ঘন্টাখানেক চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। অস্বাস্থ্যকর পরিবেশে গ্যাস সিলিন্ডার রাখায় বিস্ফোরণ হয়ে আগুনের সুত্রপাত বলে স্থানীয়রা জানিয়েছেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com