মতিউর রহমান মুন্না, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার কাজীরবাজার এলাকায় টমটমের ধাক্কায় মোঃ আজির মিয়া (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। রবিবার রাত সাড়ে ১০টার দিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
সূত্র জানায়, উপজেলার ছোট ভাকৈর গ্রামের বৃদ্ধ আজির মিয়া বিকেলে বাজারে যান। তিনি রাস্তা পারাপারের সময় বেপরোয়া গতিতে আসা একটি অজ্ঞাত টমটম তাকে ধাক্কা দিয়ে হরিনগরের দিকে চলে যায়। স্থানীয় লোকজন বৃদ্ধকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আজিজুর রহমান।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com