নিজস্ব প্রতিনিধি ॥ বানিয়াচংয়ে আন্ত:জেলা ডাকাত দলের সদস্য একাধিক মামলার আসামি জুয়েল মিয়াসহ বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত ৪ আসামিকে গ্রেফতার করেছে বানিয়াচং থানা পুলিশ। গত রবিবার রাত সাড়ে ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে বানিয়াচং থানার ওসি রঞ্জন কুমার সামন্ত’র নেতৃত্বে এসআই আব্দুস ছাত্তার, এসআই ফিরোজ আল মামুন ও এসআই ধ্রুবেশ চক্রবর্তীর সঙ্গীয় ফোর্স উপজেলার নতুন বাজার এলাকা থেকে কুখ্যাত ডাকাত জুয়েল মিয়াকে আটক করেন। আটক আন্ত:জেলা ডাকাতদলের সদস্য জুয়েল মিয়া দোয়াখানী মহল্লার মৃত আব্দুল্লাহ মিয়ার পুত্র। অন্যদিকে বিভিন্ন পরোয়ানাভুক্ত আসামি আমিরখানী মহল্লার আলী হোসেন মিয়ার পুত্র বাচ্চু মিয়া, উত্তর সাঙ্গর গ্রামের মৃত সুরত আলীর পুত্র আলী মোল্লা ও তার ভাই উজ্জ্বল মোল্লাকে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করেন পুলিশ। আন্ত:জেলা ডাকাতদলের সদস্য জুয়েল মিয়াসহ অপর সব আসামিদের সোমবার আদালতে পাঠানো হয়েছে। বানিয়াচং থানার ওসি রঞ্জন কুমার সামন্ত জানান, আটক ডাকাতদলের সদস্য জুয়েল একাধিক মামলার আসামি। তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে। বানিয়াচং উপজেলাকে অপরাধমুক্ত করতে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com