স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের বাইপাস রোড এলাকা থেকে মোটর সাইকেল চোর চক্রের মুল হোতা ও একাধিক চুরির মামলার পলাতক আসামী খালেদ মোশারফকে (৩৫) আটক করেছে সদর থানা পুলিশ। সোমবার ভোররাতে এসআই শাহিদ মিয়ার নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। সে শহরতলীর বহুলা গ্রামের ওয়াহিদ মিয়ার পুত্র।
পুলিশ জানায়, খালেদ মোটর সাইকেল চোর চক্রের অন্যতম সদস্য। তার বিরুদ্ধে একাধিক চুরির মামলা রয়েছে। এছাড়া অপহরণ ও ধর্ষণ মামলাও রয়েছে তার বিরুদ্ধে। এতদিন সে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিল। তাকে সোমবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com