ফয়সল মাহমুদ ॥ চুনারুঘাটের বড়কোটা দিনবদল সমাজ কল্যাণ সংগঠনের উদ্যোগে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার স্থানীয় বাজারে ইউপি চেয়ারম্যান আলহাজ¦ রজব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চুনারুঘাট উপজেলা চেয়ারম্যঅন আলহাজ¦ আব্দুল কাদির লস্কর। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোঃ লুৎফুর রহমান মহালদার, চুনারুঘাট থানার সেকেন্ড অফিসার (এসআই) অলক বড়ুয়া, সাবেক ইউপি সদস্য মোঃ আব্দুল মন্নান, ইউপি সদস্য মোঃ চান্দ আলী, ইউপি সদস্য মোঃ হারুনুর রশিদ খান, ইউপি সদস্য মোঃ আব্দুল হামিদ নিলু, মোঃ মনোয়ার আলী তালুকদার, মোঃ আব্দুল খালেক শানু মিয়া, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুর রাজ্জাক মাস্টার, মোঃ তাজুল ইসলাম কবির, সংগঠনের সভাপতি মোঃ আব্দুল কাদির মাস্টার, সাধারণ সম্পাদক মোঃ জুয়েল মিয়া, সহ-সভাপতি মোঃ নূরুল ইসলাম, সদস্য মোঃ রুহেল তালুকদার, ফয়সল মাহমুদ, সুহেল মিয়া প্রমূখ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর বলেন, এলাকার চুরি, ডাকাতি, মাদক ও জুয়াসহ অসামাজিক কার্যকলাপ প্রতিরোধে আন্তরিকভাবে সহযোগিতা করে যাবো। বড়কোটা জনকল্যাণ উচ্চ বিদ্যালয়কে কলেজে রূপান্তরিত করতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী অ্যাডভোকেট মোঃ মাহবুব আলী এমপির সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেবো। তিনি উক্ত সংগঠনকে ১ টন টিআর প্রদান করার আশ^াস দেন। সভায় বক্তারা বলেন, সংগঠনটি ২০০৫ সালে যাত্রা শুরু এবং সকল সদস্যবৃন্দের নিজ দায়িত্বে গ্রামে রাতে পাহারা দেয়া, দরিদ্র পরিবারের মেয়েদের বিয়েতে আর্থিক সহযোগিতাসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে আসছে। এছাড়া এলাকার মদ, জুয়া, চুরি, ডাকাতিসহ অসামাজিক কার্যকলাপ নির্মূল করার জন্য কাজ করছে।