স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে আতশবাজির আঘাতে এক স্কুলছাত্রী আহত হয়েছে। আহত মিতু আক্তার (১৪) হবিগঞ্জ পৌর এলাকার নাতিরাবাদের মোঃ জিতু মিয়ার কন্যা এবং হবিগঞ্জ হাইস্কুল এন্ড কলেজের নবম শ্রেণীর ছাত্রী।
আহতের মামী সখিনা আক্তার জানান, রবিবার সন্ধ্যার পর থেকে এলাকার কিছু যুবক মানুষের বাসাবাড়ি ও আশপাশে আতশবাজি করছিল। এ সময় এলাকায় একটি ঘরের ভিতর আতশবাজি পড়ে বালিশে আগুন লেগে যায়। এ সময় এলাকার পক্ষ থেকে কয়েকজন তাদের নির্দিষ্ট স্থানে আতশবাজি অনুরোধ করলেও তারা তা শুনেনি। রাত সাড়ে ৮টার দিকে মিতু ঘরের প্রয়োজনীয় কাজের জন্য আমার ঘরে আসে। কাজ শেষে সে নিজ ঘরে চলে যাচ্ছিল। ওই সময় আতশবাজির শব্দ ও মিতুর চিৎকার একই সাথে শুনতে পাই। চিৎকার শুনে আমি ঘর থেকে বের হয়ে দেখি মিতু মাটিতে পড়ে ছটফট করছে। কি হয়েছে জানতে চাইলে সে বলে আতশবাজি ওর মাথার মধ্যে ফুটিয়ে দিয়েছে। ওই সময় আমি দেখতে পাই ওর মাথা দিয়ে রক্ত পড়ছে এবং সে বলছে আতশবাজির শব্দের কারণে মাথায় ভীষণ যন্ত্রণা করছে। এই বলে সে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com