চুনারুঘাট প্রতিনিধি ॥ প্রতি বছরের ন্যায় এবারও চুনারুঘাটে ‘শেখ রাসেল সিক্স এ সাইড’ টুর্নামেন্ট-২০১৯ এর উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকাল ৩টায় ডিসিপি হাই স্কুল মাঠে আয়োজিত উক্ত টুর্নামেন্ট উদ্বোধন করেন প্রধান পৃষ্ঠপোষক বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ আরিফুল হাই রাজীব। এ উপলক্ষে চুনারুঘাট শেখ রাসেল স্পোর্টিং ক্লাবের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়। শেখ রাসেল স্পোর্টিং ক্লাবের সভাপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ আব্দুল্লাহ শাহীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মাইদুল ইসলাম ও যুবলীগ নেতা আতাউর রহমানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার মো.আরিফুল হাই রাজীব। এতে বিশেষ অতিথি ছিলেন চুনারুঘাট উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কে,এম আনোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব জিল্লুল কাদির লস্কর রিমন, পৌর তাঁতী লীগের সভাপতি মিহির পাল, সাধারণ সম্পাদক আব্দুল মালেক, উপজেলা পোস্ট মাস্টার এসএম মিজান, এসএম আক্তার, উপজেলা যুবলীগ নেতা জোনাক আহমেদ, শেখ সুমন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম রুবেল, যুগ্ম আহবায়ক সাইদুর রহমান রাসেল, সাজিদ আহমেদ সহ ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ। উক্ত খেলায় বুমবুম ভয়েস চুনারুঘাট বনাম গাজীপুর একাদশ মুখোমুখি হয়। এতে বুমবুম ভয়েস চুনারুঘাট জয়ী হয়।
উল্লেখ্য, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ট পুত্র শহীদ শেখ রাসেলের ৫৬তম জন্মদিন উপলক্ষে ‘চুনারুঘাট শেখ রাসেল স্পোটিং ক্লাব’ এর উদ্যোগে উক্ত টুর্নামেন্টের আয়োজন করা হয়। খেলার পূর্বে কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার মো.আরিফুল হাই রাজীবসহ অতিথিবৃন্দ শেখ রাসেলের ৫৬তম জন্মবার্ষিকীর কেক কাটেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com