মো. টিপু মিয়া ॥ হবিগঞ্জ সদর উপজেলার উচাইল গ্রামে বিষক্রিয়ায় সাথী আক্তার নামে ৮ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুর অপর দুই ভাইকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহত শিশু হলো- উচাইল-চারিনাও গ্রামের সিরাজুল ইসলামের কন্যা সাথী আক্তার।
নিহতের মা ফাহিমা আক্তার জানান, শুক্রবার বিকেলে তিনি শিশুদের কৃমিনাশক ট্যাবলেট খাওয়ান। এর কিছুক্ষণ পর শিশুরা পেটে ব্যথা অনুভব করে কান্নাকাটি ও বমি শুরু করে। সন্ধ্যায় তাদের হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক সাথী আক্তারকে মৃত ঘোষণা করেন এবং আশঙ্কাজনক অবস্থায় সাথীর দুই ভাই তোফাজ্জুল হোসেন (১০) ও রবিউল ইসলামকে (৪) সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
হবিগঞ্জ আধুনিক হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ হায়দার আলী জানান, শিশুটি ফুড পয়জনিংয়ে আক্রান্ত হয়ে মারা গেছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত বলা যাবে।
এ ব্যাপারে হবিগঞ্জ মডেল থানার ওসি মাসুক আলী জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। পুলিশ প্রকৃত ঘটনা উদঘাটন করতে মাঠে নেমেছে।
প্রকৃত ঘটনা উদঘাটন করতে মাঠে নেমেছে পুলিশ
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com