স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। শুক্রবার দুপুরে শহরের টাউন হল রোডস্থ জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এই শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন সংগঠনের নবনির্বাচিত নেত্রীবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জমিলা খাতুন, সহ সভাপতি ইসমত আরা জলি, শওকত আরা চৌধুরী, শাহানারা চৌধুরী ও তাহেরা চৌধুরী, সাধারণ সম্পাদক আলেয়া আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুন্নেছা চৌধুরী, অ্যাডভোকেট জেবুন্নেছা চৌধুরী মুক্তা, মুসলিমা খানম শারমিন ও জাহেনারা আক্তার বিউটি, সাংগঠনিক সম্পাদক রওশন আরা ভূইয়া লাকী, অ্যাডভোকেট ফেন্সী প্রমুখ।