লায়ন্স ক্লাব অব হবিগঞ্জের উদ্যোগে পৃথিবীব্যাপী ইন্টারন্যাশনাল লায়ন্স অক্টোবর সার্ভিস উপলক্ষে ১৮ অক্টোবর২০১৯ বিকাল ৪টায় এক বর্ণাঢ্য র্যালি আরডিহল থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক শহর প্রদক্ষিণ করে। র্যালি শেষে ক্লাবের এক্টিং প্রেসিডেন্ট লায়ন মোঃ লিটন মিয়া ও র্যালি কমিটির আহবায়ক লায়ন মামুনুর রশিদকে মেডেল পরিয়ে দিয়ে সম্মানিত করেন প্রধান অতিথি ডিস্ট্রিক্ট গভর্ণর লায়ন হেলেন আক্তার নাসরিন এমজেএফ।
লায়ন্স ক্লাব অব হবিগঞ্জের এক্টিং প্রেসিডেন্ট লায়ন মোঃ লিটন মিয়ার সভাপতিত্বে র্যালিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাস্ট ভাইস ডিস্ট্রিক্ট গভর্ণর লায়ন দেওয়ান নাসিরুল হক পিএমজেএফ, সেকেন্ড ভাইস ডিস্ট্রিক্ট গভর্ণর লায়ন শাহেনা রহমান, পাস্ট ডিস্ট্রিক্ট গভর্ণর লায়ন শফিকুল আযম ভূইয়া সুয়েব, কেবিনেট সেক্রেটারী লায়ন শেখ মুশফিক কবির অভি, কেবিনেট ট্রেজারার লায়ন আশিকুজ্জামান চৌধুরী ইমন, ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন, রিজিউন চেয়ারপারসন হেড কোয়ার্টার লায়ন রফিকুল বারী মুক্তা, লায়ন নুরের রহমান, লায়ন ফরিদা ইয়াছমীন, লায়ন হাবিবুর রহমান, লায়ন দিলরুবা ফারুক, লায়ন ফাহমিদা আহমেদ বিউটি, রিজিউন চেয়ারপারসন লায়ন আবুল কাশেম বাবু, লায়ন লুৎফুর রহমান, জোন চেয়ারপারসন লায়ন কাজী জামাল, ডিস্ট্রিক্ট চেয়ারপারসন লায়ন মুয়াজ্জেম হুসেন ডলার, লায়ন মোঃ রিপন, লায়ন মুনতাছির মাহমুদ। বক্তব্য রাখেন ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট লায়ন মোঃ রফিক মিয়া, পাস্ট প্রেসিডেন্ট লায়ন অ্যাডভোকেট এস এম আলী আজগর, লায়ন ইঞ্জিনিয়ার মোহাম্মদ মনসুর রশিদ কাজল, চার্টার প্রেসিডেন্ট লায়ন অ্যাডভোকেট এসএম বজলুর রহমান, জয়েন্ট সেক্রেটারী লায়ন রাজেন্দ্র চন্দ্র দাশ, ট্রেজারার লায়ন মোঃ আব্দুল আহাদ, টেইল টুইস্টার লায়ন অ্যাডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, ডিরেক্টর লায়ন মোঃ মর্তুজ আলী, লায়ন মোঃ ফখরুল আলম বাবুল, লায়ন অ্যাডভোকেট শিবলী খায়ের, লায়ন মোঃ মামুনুর রশিদ, চার্টার মেম্বার লায়ন মোঃ আব্দুর রহমান, লায়ন মীর এ কে এম জামিলুন্নবী ফয়সল, মেম্বার লায়ন অ্যাডভোকেট অর্জুন চন্দ্র রায়, লায়ন অ্যাডভোকেট মতিউর রহমান সানু, লায়ন কাজী মহিবুর রহমান সেলিম, লায়ন এ কে এম মঈন উদ্দিন চৌধুরী সুমন, লায়ন দিলিপ কুমার সরকার, লায়ন সৈয়দ আমিনুল হাসান, লায়ন অ্যাডভোকেট বিকাশ চন্দ্র দাশ, ইঞ্জিনিয়ার মোঃ আতাউর রহমান রাসেল, আলী ইদ্রিস হাই স্কুলের সহকারী শিক্ষক মোঃ আফজাল হোসাইন রনি প্রমুখ।
হবিগঞ্জে র্যালিতে ডিস্ট্রিক্ট গভর্ণর লায়ন নাসরিন
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com