মতিউর রহমান মুন্না, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ থানার বিদায়ী ওসি মোহাম্মদ ইকবাল হোসেনকে বিদায় সংবর্ধনা ও নবাগত ওসি মোঃ আজিজুর রহমানকে বরণ করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় নবীগঞ্জ থানার অফিসার ফোর্স এর আয়োজনে থানা প্রাঙ্গণে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ-বাহুবল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী। এ সময় বিদায়ী ওসি মোহাম্মদ ইকবাল হোসেন নবাগত ওসি মোঃ আজিজুর রহমানের হাতে দায়িত্ব হস্তান্তর করেন। থানার ওসি (তদন্ত) উত্তম কুমার দাশের সভাপতিত্বে ও সেকেন্ড অফিসার এস আই শামসুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ওসি (অপারেশন) নুরুল ইসলাম ভূইয়া। এছাড়াও থানার সকল অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, নবাগত ওসি মোঃ আজিজুর রহমানের বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলায়। তিনি ইতিপূর্বে সিলেট, মৌলভীবাজার ও সুনামগঞ্জের বিভিন্ন থানায় দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি সুনামগঞ্জ জেলা পুলিশ লাইনে ছিলেন। দায়িত্ব পালনে ওসি সকল শ্রেণী পেশার মানুষের সার্বিক সহযোগিতা কামনা করেন।
বিদায়ী ওসি ইকবাল হোসেনকে সংবর্ধনা
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com